জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আদালত চলাকালীন সময়ে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবনের দ্বিতীয় তলার ছাদের এক কোণে হঠাৎ ধোঁয়া দেখা যায়।
এরপর সেখানে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। ছাদের ওপরে ময়লা-আবর্জনা ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ছাদে পড়ে থাকা সিগারেটের প্যাকেট এবং আগুনের ধরন দেখে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত ফেলা সিগারেট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাস্থলে সিগারেটের প্যাকেট ও ছাই পাওয়া গেছে। আমাদের ধারণা, কেউ ধূমপান করে সিগারেটের আগুন ফেলে দিয়ে চলে যায়। এতে শুকনো আবর্জনায় আগুন লেগে যায়।’
তিনি আরও জানান, ‘সচেতনতা না থাকলে এই আগুন সহজেই অন্য ভবনে ছড়িয়ে পড়তে পারত।
এতে আদালতের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।’
আদালত চত্বরে থাকা কয়েকজন আইনজীবী ও কর্মকর্তারা জানান, ছাদের ওপর নিয়মিত ময়লা ফেলা হয় এবং কেউ কেউ সেখানে ধূমপানও করেন।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে আদালত সূত্রে জানা গেছে, পুরো ঘটনা তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবন ব্যবস্থাপনায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।