জুমবাংলা ডেস্ক : চলতে চলতে হঠাৎ করে আগুন ধরে যায় প্রাইভেট কারে। শনিবার বেলা ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। আগুনে প্রাইভেটকারটির সামনের অংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় প্রাইভেট কারটি সামনের অংশ। এ সময় পাবনা-দাশুড়িয়া মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইলেকট্রিক শট সর্কিট থেকে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কেউ কেউ বলছেন ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
তিনি জানান, গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো না হলে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।