জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে তালগাছে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিড়িরচালা গ্রামের একটি তালগাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান।
তিনি বলেন, রাতে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে চৌকিদার শামসুলের আখক্ষেতের মাঝখানে একটি তালগাছে আগুন ধরে যায়। আগুন আখক্ষেতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আমাদের
একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।