জুমবাংলা ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়ের চকবন্দি মিয়াবাড়ি গ্রামের রঙ্গি মিয়ার ছেলে রফিকের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে রুই, কাতলা, মৃগেল ও বাটামাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ রফিকের মা-বাবা জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী আব্দুল মোতালেব, হাবিবুর রহমান ও হাসেম মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষ আব্দুল মোতালেবের স্ত্রী হাসি বেগম বলেন, আমরা এ কাজের সাথে জড়িত নই। এটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট ঘটনা। তাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।