জুমবাংলা ডেস্ক : নাটোর সদর উপজেলার ডাল সড়কের ডিম ল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকা দিয়ে থেকে ক্রয় করে তার ফার্মে নিয়ে আসেন। এদিকে এমন আশ্চর্য গরু দেখতে ফার্মে ভিড় করছেন উৎসুক মানুষ।
গরুটির পঞ্চম পা পেটের সাথে ঝুলতে দেখা যাচ্ছে। দ্বিতীয় লেজও খুব ছোট আকারের। গরুটি দেখতে আসা লিমন হোসেন, বিপ্লব, সোহেল রানা ও মকবুল হোসেন সহ অনেকেই বলেন, তারা পাঁচ পাওয়ালা গরুর কথা শুনেছেন বা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে দেখেছেন। এছাড়া বিভিন্ন আশ্চর্য রকমের পশু তারা ইউটিউবে দেখেছেন কিন্তু বাস্তবে দেখা হয়নি।
সেকারনে ৫ পায়ের গরুর কথা জানতে পেরেই তারা গরুটি দেখতে এসেছেন। ডিম ল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী জানান, তার দীর্ঘ দিনের ইচ্ছে ছিল ব্যাতিক্রমি কোন গরু তিনি তার খামারে পালন করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতেন। এরই এক পর্যায়ে তিনি সাতক্ষীরার ভারতীয় সিমান্তে এমন গরুর সন্ধ্যান পান।
‘ব্রহ্মাস্ত্র’-র লাভের পরিমাণ বাড়িয়ে দেখাচ্ছেন নির্মাতারা : কঙ্গনা
পরে তিনি সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন তার ফার্মে। এখন বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ এসে ভির করছেন গরুটিকে এক নজর দেখার জন্য। গরু দিয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন গরুটি সুস্থ্য রয়েছে। এখন তিনি গরুটি তার ফার্মেই লালম পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।