জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ স্কুলছাত্র অজয় শীলের সন্ধান মেলেনি ৯ দিনেও। অজয় শীল কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বুঙ্গাবাড়ী এলাকার মনোরঞ্জন শীলের ছেলে এবং কালিয়াকৈর ইউনাইটেড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
অজয়ের মা সন্ধ্যা রানী জানান, গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার এলাকা থেকে অজয় নিখোঁজ হয়। অজয় মানসিকভাবে অসুস্থ।
তিনি বলেন, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু এখনও পুলিশ আমার সন্তানের কোনো খোঁজ দিতে পারেনি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার বলেন, আমরা এখনও অজয়ের সন্ধান পাইনি। তবে তাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।