জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার একটি তুলার গুদামে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় রাত ৮টা ২০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন বলেন, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।