আন্তর্জাতিক ডেস্ক : বয়স মাত্র ১৯। এই বয়সেই প্রথম সারির গ্যাংস্টারের খাতায় নাম লেখিয়ে ফেলেছেন ভারতের হরিয়ানার যোগেশ কাদিয়ান। যোগেশের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। ফৌজদারি ষড়যন্ত্র ও বেশ কিছু হত্যাচেষ্টার মামলা ঝুলছে তাঁর নামে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লরেন্স বিষ্ণই গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এই যোগেশ। বর্তমানে আমেরিকায় বাবিনহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত তিনি। এর আগে ১৭ বছর বয়সে একটি মামলায় অভিযুক্ত হওয়ায় যোগেশকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল।
পুলিশের একটি সূত্র বলছে, জুভেনাইল হোম থেকে পালিয়ে গিয়েছিলেন যোগেশ। তারপর জাল পাসপোর্ট বানিয়ে আমেরিকায় চলে যান তিনি। দেশি বন্দুক ও পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র বানাতে অত্যন্ত দক্ষ যোগেশ।
বেশ কয়েকটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, বামবিহা গ্যাং ও খালিস্তানপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যোগেশের। খালিস্তানপন্থীদের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে সম্প্রতি হরিয়ানায় যোগেশের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনডিটিভি বলছে, আলোচিত এই গ্যাংস্টারের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে আগেই দেড় লাখ রুপির পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। এ বার যোগেশের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল।
রেড কর্নার নোটিশ জারির মানে হচ্ছে, ইন্টারপোলের সদস্য দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাঁকে খুঁজে পেতে সহায়তা করে।
ইন্টারপোলের ওয়েবসাইটের তথ্য বলছে, খুব অল্প বয়স থেকেই অত্যাধুনিক অস্ত্র চালাতে দক্ষ হয়ে উঠেছিলেন যোগেশ। হরিয়ানার বাসিন্দা হলেও পঞ্জাবের বামবিহা গ্যাংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে তাঁর। এ ছাড়া দিল্লির গ্যাংস্টার নীরজ ববানা গ্যাংয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে যোগেশের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।