দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চলছে। এর মধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলি এক যুবকের আত্মহত্যার ঘটনা।
দুই বছরের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন চলার পর যখন আন্তর্জাতিক চাপের মুখে দ্বারপ্রান্তে গাজা যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি, তখনই নিজের গায়ে আগুন লাগিয়ে জীবন শেষ করে দিলেন রোই শালেভ (২৮) নামে এক ইসরায়েলি যুবক।
শুক্রবার (১০ অক্টোবর) এ কাণ্ড ঘটানোর আগে ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করে যান তিনি। সেখানে তিনি উল্লেখ করে যান দুই বছর আগে ইসরায়েলে হামাসের চালানো এক অতর্কিত হামলায় প্রেমিকাকে হারানোর পর থেকে ভোগ করা চরম মানসিক যন্ত্রণার কথা। খবর দ্য জেরুজালেম পোস্টের।
শুক্রবার নেতানিয়ার কাছে একটি হাইওয়ে এক্সিটে জ্বলন্ত গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় শালেভকে। প্রতিবেদন অনুসারে, সিসিটিভি ফুটেজে শালেভের দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণ আগে একটি গ্যাস স্টেশনে জ্বালানি ভর্তি করার দৃশ্য ধরা পড়েছে।
মৃত্যুর আগে, শালেভ ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি সত্যিই দুঃখিত। আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। আমি ভেতরে ভেতরে জ্বলছি। আর তা ধরে রাখতে পারছি না। আমার জীবনে কখনও এত যন্ত্রণা অনুভব করিনি। গভীর যন্ত্রণা আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আমি কেবল চাই এই যন্ত্রণার অবসান হোক। আমি বেঁচে আছি; কিন্তু ভেতরে ভেতরে আমি ইতিমধ্যেই মৃত।’
টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর শালেভ এবং তার প্রেমিকা ম্যাপাল অ্যাডাম রে’ইমের কাছে নোভা উৎসবে ছিলেন। তাদের চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সাথে সাথে তারা একটি ট্রাকের নিচে লুকিয়ে ছিলেন এবং ঘন্টার পর ঘন্টা মৃতের মতো পড়ে থাকার অভিনয় করেন। অ্যাডামকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, যেখানে শালেভকে দুবার গুলি করা হয় কিন্তু তিনি বেঁচে যান।
২০২৪ সালের এক ইউটিউব সাক্ষাৎকারে শালেভ জানান, ওইদিনই প্রথম তিনি এবং অ্যাডাম একে অপরকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু, হঠাৎ হামলা করে বসে হামাস। গোলাগুলির সময় হামাস সদস্যদের দৃশটি এড়াতে চোখ বন্ধ করে মৃতের মতো অভিনয় করেছিলেন তারা। কিন্তু, হামাস সদস্যরা চলে যাওয়ার পর যখন চোখ খোললেন শালেভ, তখন দেখেন ম্যাপাল তার পাশে রক্তাক্ত অবস্থায় আছে। তার হার্টে গুলি লেগেছিল। এই হামলার কয়েকদিন পর শালেভের মাও আত্মহত্যা করেন। নিজের গাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ১ হাজার হামাস যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের ইতিহাসে ৭ অক্টোবরের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভয়াবহ সেই সামরিক অভিযানে ২ বছরে গাজায় নিহত হন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।