আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে মন্দির পরিদর্শন ও থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি মেজর জেনারেল মো. মইন খান।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পৌর এলাকায় শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিদর্শন শেষে থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মেজর জেনারেল মো. মইন খান বলেন, ‘কোন ভয়ভীতি নাই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, পুলিশকে পুরানো দিন ভুলে নতুন করে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।
এসময় উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের
৮১ ইনফ্রেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ ইঞ্জিয়ার ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জামাল হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।