জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিন যুবক রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এই নির্দেশ দেন গোপালগঞ্জ আদালত।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, নিহতদের ঘটনায় দায়ের হওয়া পৃথক চারটি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেন। প্রথমে গোপালগঞ্জ পৌর কবরস্থানে নিহত রমজানের মরদেহ উত্তোলন করা হবে বলে জানান তিনি।
এর আগে, শনিবার (২০ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানার চারজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় চারটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে তিনটি মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তদন্তের স্বার্থে প্রাপ্ত প্রমাণ ও ফরেনসিক বিশ্লেষণ কাজে লাগিয়ে মামলার অগ্রগতি নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এত বড় সংখ্যক অজ্ঞাত আসামির মামলা হওয়ায় তদন্তে চ্যালেঞ্জ রয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
এই সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ জেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।