জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোর সামনে ডাবের দাম বেড়ে যাওয়ায় মধ্যরাতে কারওয়ান বাজারে ডাবের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ২৫ আগস্ট শুক্রবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়। গতকাল রাত ১২ টার পর থেকে আজ রাত ২টা পর্যন্ত চলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বিশেষ অভিযান।
এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
তিনি জানান, অভিজানে মূল্য তালিকা এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় ২ জন ডাবের আড়ৎদারকে বিশ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন সময় এই দুইজন আড়ৎদার ছাড়া বাকি আড়ৎদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।