জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্টের একটি ঘটনার স্মৃতিচারণ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই স্ট্যাটাসে তিনি লিখেন, সেদিন স্নাইপারের গুলিতে শহীদ হওয়া আনাসের একটি চিঠি শেয়ার করে এই স্মৃতিচারণ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ৫ আগস্ট নাজিমউদ্দীন রোডের দিক থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিলাম আমরা। চানখারপুল থেকে পুলিশ, বিজিবি গুলি করছিল থেমে থেমে। আবার বার্ন ইউনিট থেকে স্নাইপার ব্যবহার করা হচ্ছিল। স্নাইপারের গুলিতে আমার পাশে দাঁড়ানো অবস্থাতে শহীদ হয় আনাস। গুলির লক্ষ্যবস্তু আনাসের বদলে আমিও হতে পারতাম।
সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
লংমার্চের ডাক দেওয়ার পর এই চিঠি লিখে বের হয়েছিল আনাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।