হামাগুড়ি দিয়ে এসে ভোট দিলেন ফরিদ

ভোট

জুমবাংলা ডেস্ক : মো. ফরিদ। বয়স ৪০ বছর। জন্ম থেকেই দুপায়ে দাঁড়াতে পারেন না তিনি। হাত ও হাঁটুর ওপর ভর করে চলাফেরা করেন। তার এই শারীরিক অক্ষমতা তাকে দমাতে পারেনি। জীবন সংসার যেমনি চালাচ্ছেন তেমনি নিজের অধিকার সম্পর্কেও সচেতন তিনি। জাতীয় নির্বাচনসহ যেকোন নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভুল করেন না।

ভোট

আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ২১ নং ওয়ার্ডের ২৩ নং বিপ্রবর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হবার সময় কথা হয় মো. ফরিদ এর সঙ্গে। তিনি আমাদের সময়কে বলেন, ‘বোতামে চাপ দিয়ে ভোট দিলাম, ভালো লেগেছে। আমার ভোট দিতে সমস্যা হয়নি।’

নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেশ খুশি ফরিদ। তিনি আরও বলেন, ‘আমি কখনো ভোট দিতে ভুল করি না। আমার ভোট আমি দিতে পারি। এখানে আসতে কষ্ট হয়। কিন্তু যতো কষ্টই হোক ভোট দেবোই। ভোট দিতে ভালো লাগে।’

বিপ্রবর্থায় মোট ভোটার ২ হাজার ৯৪০ জন। তার মধ্যে নারী ভোটার ১ হাজার ৪৭৫ জন। এখানে মোট ৯টি বুথ রয়েছে।

১০ দিনে ১০ কেজি ওজন কমালেন গওহর

প্রিসাইডিং অফিসার মো. মতিউর রহমান জানান, এই কেন্দ্রে সকাল থেকেই ঝামেলাহীন ভোট গ্রহণ চলছে। তবে মহিলা ভোটারদের ভোট গ্রহণে একটু ধীরগতি।