স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের মৌসুমের নবম ম্যাচে এসে প্রথম জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় মুুম্বাই। এই ম্যাচেই পল্টনদের হয়ে অভিষেক ঘটিয়ে বেশ প্রভাবিত করেন তরুণ বাঁ-হাতি স্পিনার কুমার কার্তিকেয়া সিং। নির্ধারিত চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে সঞ্জু স্যামসনকে আউট করেন তিনি।
মুম্বাই বরাবরই তরুণ প্রতিভাদের বিভিন্ন জায়গা থেকে লাইমলাইটে তুলে নিয়ে এসেছে। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা তারই উদাহরণ। সেই তালিকায় নতুন নাম কুমার কার্তিকেয়া। মধ্যপ্রদেশের এই স্পিনার প্রথম ম্যাচেই লাইমলাইটে এলেও, তার সাফল্যের পেছনে রয়েছে এক লম্বা সংঘর্ষের কাহিনি। সাফল্যের খোঁজে কুমার নাকি ৯ বছর নিজের বাড়িতেই ফেরেননি। ভারতের একটি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সি তারকা নিজের মুখেই এ কথা জানান।
তিনি বলেন, ‘আমি ৯ বছর বাড়ি যাইনি। জীবনে সাফল্য লাভ করার পরেই আমি নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মা, বাবা বারবার ফিরে আসার জন্য বলেছেন, তবে আমি নিজের লক্ষ্যে অটল ছিলাম। অবশেষে এই আইপিএলের পর আমি বাড়ি যাব।’
কার্তিকেয়া নিজেকে ‘মিস্ট্রি স্পিনার’ হিসেবে দাবি করেন। ইনিংসের মাঝপথে তিনি ব্রডকাস্টারদের এক সাক্ষাৎকারে জানান, ম্যাচের আগের দিন রাতেই তিনি সকল ব্যাটারদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন।
তিনি বলেন, ‘আমি মিস্ট্রি বোলার। আমি যখন প্রথম জানতে পারি যে আমি এই ম্যাচে খেলব, তখন সত্যি বলতে একটু নার্ভাসই ছিলাম। তবে আমি রাতের বেলায়ই প্রতি ব্যাটারের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলি। আমি সঞ্জু স্যামসনের প্যাডের দিকে বল করতে চাইছিলাম। সচিন (টেন্ডুলোর) স্যার আমায় উপদেশ দিলে নিজের ওপর একটু ভরসা বাড়ে।’
কার্তিকেয়া নিজের অভিষেক আইপিএল ম্যাচে ৯টি ডট বল করার পাশাপাশি মাত্র একটি চার খেয়েছেন। তার অভিষেকটা যে পরিকল্পনামাফিকই হয়েছে, তা বলাই বাহুল্য।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।