সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব খান, মো. নাসিম খান ও রমজান মাহমুদ। পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, বৈষম্য বিরোধী নেতা ওমর ফারুক ও ইসলামী আন্দোলনের (চরমোনাই) নেতৃবৃন্দ সহ কয়েক শত ছাত্র-জনতা অংশ নেয়।
অবরোধ চলাকালে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা জানান, নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দোষীদের বিচার না হলে আন্দোলন আরো তীব্র হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।