বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পেতে কাস্টিং কাউচ বা যৌ* হয়রানির শিকার শুধু নারী নয়, পুরুষরাও হয়। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌ* হয়রানির অভিযোগ তুলেছেন রণবীর। এরপরই ইন্ডাস্ট্রিতে একে একে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের বিরুদ্ধে উঠে আসে যৌ* হয়রানির খবর।
এ প্রসঙ্গে রণবীর বলেন, বলিউডে অভিষেকের আগে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। সংগ্রামী ওই সময়টায়ই যৌ* হয়রানির শিকার হন তিনি।
নাম প্রকাশ না করে রণবীর বলেন, ‘এক প্রযোজক আমাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে বাড়িতে ডাকেন। এরপর নিছক মজা করার জন্য আমার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন।’
রণবীর আরও বলেন, ‘এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক আমাকে প্রাইভেট পার্টিতে ডেকেছিলেন। পার্টির মাঝে হঠাৎ তিনি আমাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। আমাকে জিজ্ঞেস করেন, হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস পছন্দ। উত্তরে হার্ড ওয়ার্কার বললেও তিনি আমায় আপত্তিকর প্রস্তাব দেন।’
রিলিজ হল রোমান্সে ভরপুর সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে দেখুন
তিক্ত এসব অভিজ্ঞতা তাকে অনেকটা পরিণত করেছে। ভবিষ্যতে কীভাবে চললে এসব সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় তা তিনি শিখেছেন। এসব চড়াই-উতরাইয়ের মাঝেই মণীশ শর্মার পরিচালনায় আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।