একটানে ধরা পড়ল ৭ লাখ টাকার শিং মাছ!

জুমবাংলা ডেস্ক : জেলেরা অবাক, হতবাক হয়েছেন মৎস্যচাষি তাহের উদ্দিন নিজেও। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিন পুত্র। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে।

তিনি জানান, সাড়ে ৪ হাজার টাকায় দেড় কেজি দেশীয় প্রজাতির শিং মাছের রেণু ছাড়েন পুকুরে। ১৫ শতাংশের পুকুরটির একাংশ বর্ষার পানিতে ক্ষতিগ্রস্তও হয়। তারপরে নেট জাল দিয়ে মাছ রক্ষা করেন। শুক্রবার সকালে ৮ জন স্থানীয় জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। জাল টান দেওয়ার পর জেলে বলতে থাকেন, জাল ওঠানো যাচ্ছে না। এ সময় আশপাশের প্রতিবেশীরাও ছুটে আসেন জাল টানতে। পাড়ে সবার চোখে ‘থ’ লেগে যায়। এ প্রসঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হক (৫৫) জানান, একসঙ্গে এক টানে এত মাছ জীবনেও দেখি নাই। খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতাও ভিড় করেন। মাপা শেষে জানা যায় একটানে জালে উঠে আসে ৭৮ মণ ৩১ কেজি শিং মাছ। প্রতি মণ মাছ ঢাকার পাইকারদের কাছে ৯ হাজার টাকা দরে বিক্রি করেছেন। যার বিক্রয় মূল্য এসেছে ৭ লাখ ৮ হাজার ৯৭৫ টাকা।

মৎস্যচাষি তাহের উদ্দিন যুগান্তরকে বলেন, আসলে পুকুরে এত মাছ আছে সেটা ভাবতেই পারিনি। সবই আল্লাহর ইচ্ছা তার কাছে শুকরিয়া জানাচ্ছি।