ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় জ্যোৎস্না রানী সরকার (৬৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মানিক সরকারের বিরুদ্ধে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না রানী সরকার ওই এলাকার বিদু সরকারের স্ত্রী।
পরিবারের অভিযোগ, জ্যোৎস্না রানী ছেলের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। রবিবার রাতে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে মা জ্যোৎস্না রানীকে শ্বাসরোধে হত্যা করেন মানিক। পরে মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন তিনি।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সন্দেহ হলে মানিককে আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে তিনি মাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



