বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’ দেখেননি ড্রাগন কুইন খ্যাত এমিলিয়া ক্লার্ক! সম্প্রতি এমনটাই জানালেন ক্লার্ক। ‘গেম অফ থ্রোনস’-এ রানী ডেনেরিসের চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী।
‘গেম অফ থ্রোনস’ তারকা এমিলিয়া ক্লার্ক মূল এইচবিও সিরিজে ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন অভিনেত্রী। নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য পড জেনারেশন’-এর প্রচারে যোগ দিয়েছিলেন ক্লার্ক। সেখানে গণমাধ্যম ভ্যারাইটিকে তিনি জানান, তিনি এখনো ‘হাউজ অফ দ্য ড্রাগন’ দেখেননি। নতুন সিরিজটি তার জন্য ‘অদ্ভুত’ বলে মনে করেন তিনি!
‘হাউজ অফ দ্য ড্রাগন’ সম্পর্কে ক্লার্ক বলেন, “আমি খুবই আনন্দিত যে এটি তৈরি হয়েছে। তবে আমার জন্য এটি খুবই অদ্ভুত এক অনুভূতি তৈরি করে। এটা অনেকটা এমন যেন কেউ নিজের স্কুলের পুনর্মিলনীতে যাচ্ছে, তবে সেই বছরটি তার নয়। তাই আমি এটি এড়িয়ে যাচ্ছি। গেম অফ থ্রোনসের মায়া আমাকে এখনো আচ্ছন্ন করে রেখেছে। তাই এর পরবর্তী অধ্যায়গুলো দেখার সাহস করতে পারছি না।”
ক্লার্ক ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত আট সিজন ‘গেম অফ থ্রোনস’-এর মুল ভূমিকায় অভিনয় করেছেন। সিরিজটি দিয়ে তিনি বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেয়েছেন। এমনকি চারটি এমি মনোনয়নও পেয়েছিলেন অভিনেত্রী। শো’টির প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’ মুলত ‘গেম অফ থ্রোনস’-এর ১০০ বছর আগের ঘটনা নিয়ে নির্মিত যা টারগারিয়েন পরিবারের উত্থান পতনের গল্প বলবে।
২০২২ সালে এইচবিওতে প্রচারিত হয়েছে সিরিজটির প্রথম সিজন। প্রথম সিজনেই বাজিমাত করেছে ‘হাউজ অফ দ্য ড্রাগন’। ২০২২ সালে সেরা ড্রামা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছে এটি। ২০২৪ সালে সিরিজটির দ্বিতীয় সিজন আসবে বলে ঘোষণা করেছে এইচবিও।
সূত্র : পিপল ডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।