বিনোদন ডেস্ক : প্রথমে সবাই ধারণা করেছিল ‘টাইগার ৩’ বোধহয় খুব বেশি আলো ছড়াতে পারবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে বলিউড ভাইজানের ‘টাইগার ৩’ সাফল্যের দিকেই যাচ্ছে। এর আয় প্রমান করছে সেকথা। তিনদিনে সিনেমাটির আয় অবাক করে দিয়েছে ভক্তদের।
‘টাইগার ৩’ মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি। শুধু ভারতেই তিনদিন মিলিয়ে সিনেমাটি আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি।
বলিউডের বক্স অফিস বিশ্লেষক সচনিল্ক বলছে, মুক্তির তৃতীয় দিনের দিন ভারত থেকে আয় হয়েছে ৪২ কোটি রুপি।
যশরাজ ফিল্মের ফেসবুক পেজে জানানো হয়েছিল, সালমান-ক্যাটরিনার ছবিটি গত দুইদিনে বিশ্বব্যাপী আয় করেছে ৯৭ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি টাকা।
এদিকে বক্স অফিস বিশ্লেষক সচনিল্ক প্রথম দিনের হিসাবে বলেছিল, এটি বক্স অফিসে ৪৪.৫০ কোটি রুপি আয় করেছে। দীপাবলিতে মুক্তি পাওয়া ছবির মধ্যে সব থেকে বেশি আয় করেছে বলেই জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর আজ মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা।
সিনেমাটিতে সালমান ও ক্যাটরিনা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।