বিনোদন ডেস্ক : বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ফিলিস্তিনে ইসরায়েলির আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি। তিনি জানান, ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।
শুক্রবার (২০ অক্টোবর) সাবেক ভারতীয় এ অভিনেত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন। তিনি বলেন, যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।
১৫ বছরের সুদীর্ঘ অভিনয়জীবনের ইতি টেনে ধর্মে মন দেন সাবেক এ বলিউড অভিনেত্রী ও মডেল। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান তিনি। বিয়ে করেন মুফতি আনাসকে।
এর আগে, বিশ্বের অসংখ্য মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি নিজেরও সাহসী অবস্থানের জানান দেন তিনি। এ ছাড়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে পাকিস্তানি ও তুর্কি অভিনেতাসহ অনেক ভারতীয় অভিনেতাও আওয়াজ তুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।