বিনোদন ডেস্ক : কলকাতার ধারাবাহিকের পরিচিত মুখ ইধিকা পাল। গত ঈদে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’- সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এই সিনেমার মাধ্যমেই দুই বাংলাতেই খ্যাতি লাভ করেন ইধিকা। ‘প্রিয়তমা’র পর একাধিক সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। আর এ খ্যাতির মাঝেই নতুন বিড়ম্বনায় পড়েছেন এ নায়িকা।
এ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্টই ভুয়া। সাইবার সেল ভুয়া অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে। তাতেও সমাধান হয়নি সমস্যার। পরবর্তীতে ফের একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে তার নামে।
ইধিকা বলেন, সামাজিক যোগোযোগমাধ্যমে আমার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট। এ নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। যেগুলো দেখতে একদম আমার অ্যাকাউন্টের মতোই। দেখলে মনে হবে আমি নিজে সেগুলো অপারেট করি। সেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হলে আমি ক্ষমাপ্রার্থী। যদিও এর জন্য আমি দায়ী নই। তাই এ ব্যাপারে পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছি।
তারা কিছু অ্যাকাউন্ট নিস্ক্রিয় করেছে। কিন্তু তাতেও সমাধান হয়নি। ফের ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন,
নিজেই নিজের নাম পাল্টেছিলেন একটা সময়। তার প্রকৃত নাম টুম্পা পাল।
ইধিকা নামটি তিনি নিজেই রেখেছিলেন। দুর্গার একটি নাম ইধিকা। সেখান থেকেই এ নাম নিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।