জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত নতুনপাড়া, বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। তারা সবাই নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা।
অন্যদিকে নতুনপাড়া গ্রামের নবাব আলীর আম বাগানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।