বলিউড নায়িকা রেখার প্রেমে পড়েছিলেন ইমরান খান!

বিনোদন ডেস্ক: পাক স্কিপার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী। একসময় পাকিস্তানের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা ইমরানের সঙ্গে গ্ল্যামারের যোগ ছিল অবিচ্ছিন্ন। বলিউডের ফিল্মি দুনিয়ার সঙ্গে ইমরানের ছিল দারুণ সম্পর্ক। নারী মহলে ইমরান খানের জনপ্রিয়তা বরাবরই আকাশছোঁয়া। হ্যান্ডসাম ইমরানের প্রেমে পড়েছেন বলিউডের তাবড় তাবড় নায়িকারা।

রেখা থেকে শুরু করে জিনাত আমান, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে ‘লেডি-কিলার’ ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো চর্চিত। কিন্তু বলিউডে ইমরানকে নিয়ে সবচেয়ে বড় গুঞ্জন ছিল রেখাকে ঘিরে। শোনা গিয়েছিল, রেখাকে নাকি প্রায় বিয়েই করে ফেলেছিলেন তৎকালীন এই পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক।

সে সময় খেলার সুবাদে ইমরান খান প্রায়ই আসতেন ভারতে। রুপালি জগতের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে ওঠে এই খেলোয়াড়ের। বাকিদের মতোই পরিচয় হয় রেখার সঙ্গে। রেখাও তখন গ্ল্য়ামারসম্রাজ্ঞী।

একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। সমুদ্রপাড়ে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গিয়েছিল দুজনকে। তৎকালীন এক সংবাদপত্র তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, রেখা ও ইমরানের সম্পর্ক নাকি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন গাঁটছড়া বাঁধবেন। শুধু রেখার সঙ্গে সময় কাটাতে বারবার পাকিস্তানের লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান।

এমনকি রেখার মা চাইতেন ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করেননি বলিউড ডিবা রেখা।

তবে ইমরান খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্য়ই ভালো লাগে। আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনো ভাবতেও পারি না কোনো নায়িকাকে বিয়ে করব।’

এই কথা থেকেই পরিষ্কার, সম্পর্কে যতই উষ্ণতা থাক, শেষ পর্যন্ত তা পরিণতি পাওয়ার কথাই ছিল না। বরং সামান্য সময়ের সেই ঘনিষ্ঠতাকে সারা জীবনের সঞ্চয় করে নিজেরা নিজেদের জীবনের পথে এগিয়ে গিয়েছিলেন গ্ল্য়ামার জগতের এই দুই নক্ষত্র। তবে সম্পর্ক শেষ হয়ে গেলেও সেই রোমান্সের কুয়াশা আজও অব্যাহত। ইমরানের গদিহারা হওয়ার পর সেই সব গল্পই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বারবার।

হৃত্বিককে আবারও একহাত নিলেন কঙ্গনা