নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
রবিবার (১০ মার্চ) রাতে আশুলিয়ার ভাদাইল তিনবন্ধু রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো- আশুলিয়ার জামগড়া এলাকার আফছার আলীর ছেলে মনোয়ার হোসেন রাজু ওরফে রাজ কুমার রাজু (২৬), আশুলিয়ার ভাদাইল এলাকার সুজনের ছেলে মো: ইমন (২২), ভাদাইল মধ্যপাড়া এলাকার সাদেকের ছেলে আলমগীর ওরফে পিস্তল আলমগীর (৩০) ও একই এলাকার সোহাগ (২৫), জামগড়া মোল্লা বাজার এলাকার মোঃ নাহিদ (২৪) সহ তাহাদের সহযোগী অজ্ঞাত নামা ৫/৬ জন।
ভুক্তভোগীরা হলো- শরিয়তপুর জেলার পালং থানার চন্দ্রপুর এলাকার মোঃ সেলিমের ছেলে রাসেল মন্ডল (২৩) ও তার বন্ধু হৃদয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন রাজু ওরফে রাজ কুমার রাজু একজন কিশোর গ্যাংয়ের নেতা। তার নেতৃত্বে বাকি অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপরাধ করে আসছে। অভিযুক্ত রাজুর সাথে হৃদয়ের বিরোধ ছিল।
সেই বিরোধের জের ধরে গত ১০ মার্চ রাতে রাসেল মন্ডল ও তার অন্য এক বন্ধু মোটরসাইকেল যোগে জামগড়া মোল্লা বাজার হৃদয়ের বাসায় যাওয়ার পথে ভাদাইল তিনবন্ধুর রোড এনামুল এর কাঠের দোকানের সামনে রাস্তায় পৌছাইলে অভিযুক্তরা লোহার রড, জিআই পাইপ, লাঠি, চাপাটি, ছ্যান ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া রাস্তার মধ্যে গতিরোধ করে। পরে তারা সবাই হৃদয়কে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। এতে হৃদয় গুরুত্বর আহত হয় এবং তাহার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করে জখম করে।
একপর্যায়ে রাজু তার হাতে থাকা জিআই পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বারি মারে। মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় রাসেল মন্ডল ছাড়ানোর চেষ্টা করিলে তাকেও লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ী ভাবে আঘাত করে। এতে রাসেলের হাতে, পায়ে, পিঠে কোমরে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে রাসেল মাটিতে পড়ে গেলে অভিযুক্ত রাজু তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে রাসেলের ডান পায়ের বাড়ি দিলে পাড়ের হাড় ভাংগা গুরুতর জখম হয়। পরে তারা রাসেলকে লোহার রড দিয়ে এলোপাথাড়ী মারপিট করে হত্যার চেষ্টা করে। এ সময় রাসেলের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এ সময় রাসেলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রাসেলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত যে, অভিযুক্ত মনোয়ার হোসেন রাজু ওরফে রাজ কুমার রাজুর (২৬) বিরুদ্ধে আশুলিয়া, কাশেমপুর ও সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।