স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের মঞ্চে জন্মদিনটা কোহলি রাঙালেন সেরা উপায়েই! নিজের ৩৫তম জন্মদিনটা ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন তিনি। যার সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ পায় ভারত।
কোহলির সেঞ্চুরি রাঙানো ম্যাচে পাঁচ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। টিম ইন্ডিয়ার জয় ২৪৩ রানে। যা প্রোটিয়াদের বিপক্ষে দলটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এদিন রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন মার্কো জানসেন। সাতজন ব্যাটারের রান দুই অঙ্ক স্পর্শ করেনি। এতটাই করুণ ছিল দলটির ব্যাটারদের অবস্থা।
এমন ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তিনি একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব দুটি এবং মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুজন। যার সুবাদে প্রথম ৫ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ হয় ভারতের।
ষষ্ঠ ওভারে গিয়ে ঘটে ছন্দপতন। কাগিসো রাবাদাকে উড়িয়ে মারতে গিয়ে টেম্বা বাভুমার তালুবন্দি হন ৪০ রান করা রোহিত। পাওয়ার প্লে শেষ হতেই ফেরেন গিল। কেশভ মহারাজের দুর্দান্ত ডেলিভারিতে ২৩ রানে বোল্ড হন এ ব্যাটার।
তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। যেখানে কোহলি ও আইয়ার দুজনেই পান ফিফটির দেখা। ৬৪ বলে ফিফটিতে পৌঁছানো আইয়ার আউট হন ৭৭ রানে। লোকেশ রাহুল আজ ৮ রানের বেশি করতে পারেননি।
সূর্যকুমার যাদব ২২ রানের ক্যামিও খেলে আউট হন। এদিকে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন কোহলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের শেষ দিকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ১১৯ বলে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছান এ ব্যাটার।
শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকে মাঠ ছাড়েন কোহলি। অন্য প্রান্তে জাদেজা খেলেন অপরাজিত ২৯ রানের ক্যামিও। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ ও তাবরাইজ শামসির প্রত্যেকে একটি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।