জুমবাংলা ডেস্ক : এবার বাংলাদেশির সঙ্গে প্রেমে পড়ে কিশোরগঞ্জ জেলা সদরে মিথ্যা পরিচয়ে ভোটার কার্ড তৈরি করতে এসে তিন বাংলাদেশি সহযোগীসহ আটক হয়েছেন এক ভারতীয় তরুণী। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মীরা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক তরুণী হেমব্রম (২১) ভারতের আসাম রাজ্যের সালোমন হেমব্রমের মেয়ে। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্টও জব্দ করা হয়েছে।
আটক অন্যরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের বাসিন্দা নাছিমা, সুজন মিয়া এবং কোদালিয়া গ্রামের বাসিন্দা হাসান মাহমুদ।
এ ঘটনায় আটকদের পাশাপাশি তাদের এক সহযোগীকে আসামি করে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর মো. মমিনুল ইসলাম থানায় মামলা করেন। মামলার আরেক আসামির নাম রিপন মিয়া।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক তরুণের। পরে গত ২৭ জানুয়ারি বৈধ ভিসা নিয়ে প্রেমিকা হেমব্রম বাংলাদেশে আসেন। পরে অন্যদের সহায়তায় জাল কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কার্যালয়ে আবেদন করেন।
মামলার বাদী মমিনুল ইসলাম জানান, ঘটনার সময় তরুণী হেমব্রমের কাগজপত্রে ত্রুটি ও কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে পুলিশকে জানানো হয়।
মামলার পর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি গোলাম মোস্তফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।