গাজীপুরে ‘জায়েদ খান’কে নিয়ে তুমুল আলোচনা

Zayed Khan

জুমবাংলা ডেস্ক : ‘জায়েদ খান’কে নিয়ে তুমুল আলোচনা চলছে গাজীপুরে। সন্তান-স্নেহে আদরে যত্নে এটি বেড়ে উঠেছে আক্তার হোসেনের পরিবারে।

Zayed Khan

চঞ্চলমতি, একটু পর পর ডিগবাজি খাওয়ায়, ভালোবেসে এর নাম দেয়া হয়েছে ‘জায়েদ খান’। এবার কোরবানির জন্য প্রস্তুত প্রায় দু’বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরু জায়েদ খানের দাম ধরা হয়েছে সাড়ে আট লাখ টাকা।

বিশালদেহী এই গরুটির ওজন ৩০ মণ। সন্তানের মতোই আদর যত্নে বড় করেছেন কাউলতিয়া এলাকার আক্তার হোসেন। ভালোবেসে নাম দিয়েছেন জায়েদ খান। আর নামের কারণে গরুটি এলাকায় তুলেছে আলোড়ন।

গরুর মালিকের ছেলে জানান, এটি খুব চঞ্চল, প্রচণ্ড লাফালাফি করে। একটু পর পর ডিগবাজি দিতে চায়। তাই এর নাম জায়েদ খান জানান, গরুর মালিকের ছেলে।

এবারের কোরবানির বাজারেই বিক্রি হবে জায়েদ খান। বছর ধরে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে তাকে।

মোটাতাজা করার কোন ধরনের ওষুধ ব্যবহার না করে শুধু খড়, ভুসি, ঘাসসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। এমনকি খাওয়ানো হয়েছে ভাত-কলাসহ বিভিন্ন ফল-মূল। প্রতিদিন তার খাবারে ব্যয় হয় হাজার টাকারও বেশি।

সরেজমিনে দেখা যায়, কেনার সামর্থ্য না থাকলেও, জায়েদকে এক নজর দেখতে অনেক দূর থেকেও আসছে মানুষ।