স্পোর্টস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এমনটিই দাবি করা হচ্ছে। তেমন কিছু হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব পদ ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে জয় শাহকে।
২০২০ সালে প্রথম মেয়াদে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন গ্রেগ বার্কলে। ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হন তিনি। আগামী নভেম্বরে মেয়াদ শেষে আর এই পদে থাকতে চাইছেন না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট।
আইসিসির চেয়ারম্যান হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ছিলেন জয় শাহ। তার অধীনে বেশ ধারাবাহিকভাবেই পারফর্ম করতে থাকে ভারতীয় ক্রিকেট দল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও তার বিসিসিআই সেক্রেটারি থাকার সময়ই জিতেছিল ভারত। এখন দেখার বিষয়, আইসিসি চেয়ারম্যান হয়েও কেমন ভূমিকা পালন করতে পারেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।