জুমবাংলা ডেস্ক : সিলেটের কানাইঘাট উপজেলার লোভা নদীতে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ৭৯ কেজি তিন শ’ গ্রাম ওজনের বাঘাইড় (বাঘ মাছ)। মাছটি নিলামে বিক্রি করা হয়েছে ৬০ হাজার টাকায়। খবর ইউএনবি’র।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেরার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী লোভা নদীতে বাঘাইড় মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, ৭৯ কেজি তিন শ’ গ্রাম ওজনের বাঘ মাছটি নদীর পাড়ে চলে আসে। এ সময় বড়গ্রামের আব্দুল্লাহ, আহমদ হোসেন ও সাউদ গ্রামের নাহিদসহ কয়েকজন বিরল প্রজাতির এ মাছটি দেখতে পান। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাছটি ধরেন।
পরে মাছটি ওজন করা হলে ৭৯ কেজি তিন শ’ গ্রাম হয়। নিলামে বিশাল আকারের এ বাঘ মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা লোভা নদীর তীরে ভিড় করেন। অনেকে মাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
স্থানীয় সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, লোভা নদীর উৎপত্তি ভারতে। প্রায়ই স্বচ্ছ জলধারার লোভা নদীতে শুকনা ও ভরা মৌসুমে বাঘ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।