যশোরে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ২

যশোরে রেলক্রসিংয়

জুমবাংলা ডেস্ক : যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর সহকারী নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

যশোরে রেলক্রসিংয়

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাক-ট্রেন সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।