ভারতের শীর্ষ টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য একাধিক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান অফার করে আসছে। কম দামের মধ্যেই বেশি সুবিধা দেওয়াই জিওর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় সংস্থাটি 90 দিনের ভ্যালিডিটি সহ একটি আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে, যেখানে মিলছে আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা, ফ্রি SMS এবং অতিরিক্ত কিছু প্রিমিয়াম সুবিধা।

Jio-এর 90 দিনের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান
Reliance Jio-এর এই 90 দিনের ভ্যালিডিটি যুক্ত প্রিপেইড প্ল্যানটির দাম 899 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা সারা ভারত জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। পাশাপাশি ন্যাশনাল রোমিং সুবিধাও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
ডেটার ক্ষেত্রে, এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি SMS পাওয়া যাবে। নির্ধারিত ডেটার পাশাপাশি গ্রাহকদের জন্য অতিরিক্ত 20GB বোনাস ডেটাও অফার করা হচ্ছে। যেসব এলাকায় Jio 5G পরিষেবা উপলব্ধ, সেখানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।
অতিরিক্ত সুবিধা কী কী থাকছে
এই Jio প্রিপেইড প্ল্যানের সঙ্গে গ্রাহকরা Jio AI Cloud এবং Jio TV-এর বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। Jio AI Cloud-এর মাধ্যমে 50GB পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যাবে।
এছাড়া, Reliance Jio সম্প্রতি Google-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই পার্টনারশিপের আওতায় নির্দিষ্ট গ্রাহকদের জন্য Gemini Pro সাবস্ক্রিপশন সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় 35,100 টাকা বলে জানানো হয়েছে।
98 দিনের Jio-এর আরেকটি সস্তা রিচার্জ প্ল্যান
এছাড়াও, Reliance Jio গ্রাহকদের জন্য 98 দিনের ভ্যালিডিটি সহ আরেকটি প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করছে। এই প্ল্যানটির দাম 999 টাকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই প্ল্যানে সারা দেশে আনলিমিটেড ফ্রি কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং, প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS দেওয়া হয়। পাশাপাশি গ্রাহকরা Jio AI Cloud ও Jio TV-এর সুবিধাও পাবেন।
কার জন্য এই প্ল্যানগুলো সবচেয়ে উপযোগী
যেসব ব্যবহারকারী দীর্ঘ সময়ের জন্য কম খরচে বেশি ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা চান, তাদের জন্য Jio-এর এই 90 দিন ও 98 দিনের রিচার্জ প্ল্যানগুলো বেশ লাভজনক বিকল্প হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


