বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশের ‘কঠিন সময়ে’ জনগণ তারেক রহমানের দিকে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল বেলায় বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, “কঠিন সময়ে ১৭ বছর পর দেশে এসে তারেক রহমান মানুষের মনে আশা জাগিয়েছেন। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে আমাদের চেয়ারম্যানের দিকে তাকিয়ে আছে।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, দেশের মানুষ উদারপন্থী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আশায় তারেক রহমানের দিকেই চোখ রাখছে। তিনি সাংবাদিকদের মন খুলে কথা বলার জন্য উৎসাহিত করেন এবং অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
সাথে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের, পাশাপাশি ২০০৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদেরও স্মরণ করেন।
মহাসচিব বলেন, “দূর থেকে ডিজিটালি যে সমস্ত বক্তব্য আমাদের ও জাতির সামনে তারেক রহমান রেখেছেন, তা থেকে জাতি এখন অনেক বেশি আশান্বিত। এবার সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।”
ফখরুল আরও জানান, “আজ আমি মূলত কথা বলার জন্য আসিনি। আমাদের চেয়ারম্যান তারেক রহমান নিজের বক্তব্য দেবেন। যদিও ঠাণ্ডার কারণে তার কণ্ঠে সামান্য সমস্যা রয়েছে, তারপরও তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আগ্রহী।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


