জুমবাংলা ডেস্ক : তিন দশক ধরে বুকের ভেতর জমে থাকা অপূর্ণতা এবার ঘুচল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এক সাংবাদিক দম্পতির জীবনে। বয়স পঞ্চাশের কোঠায়, পাঁচ সন্তানের জনক-জননী—তবু লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছাশক্তিই তাদের আবার নিয়ে গেল পরীক্ষার হলে। কুলিয়ারচরের পরিচিত মুখ মো. কাইসার হামিদ (৫১) ও মোছা. রোকেয়া আক্তার (৪৪) এবার একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন জিপিএ ৪.১১।
নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে তারা এই পরীক্ষায় অংশ নেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়—এই সাংবাদিক দম্পতি তাদের বহুদিনের স্বপ্ন পূরণে সফল হয়েছেন। সমাজ ও পরিবারে শিক্ষার গুরুত্ব ভালোভাবেই বোঝেন কাইসার হামিদ ও রোকেয়া আক্তার, কারণ তাদের বাবারাও ছিলেন শিক্ষক এবং পরিবারের অধিকাংশ সদস্য শিক্ষিত।
দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি কাইসার হামিদ ও দৈনিক বুলেটিন পত্রিকার প্রতিনিধি রোকেয়া আক্তারের সংসার জীবনের বয়স ৩০ বছর। ১৯৯৪ সালের ১৬ মার্চ তাদের বিয়ে হয়। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে নিজেদের অপূর্ণতা আরও বেশি করে নাড়া দিত। সন্তানদের মধ্যে বড় মেয়ে নাসরিন সুলতানা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, দ্বিতীয় মেয়ে জেসমিন স্নাতকে পড়ছেন, তৃতীয় মেয়ে নার্সিং বিষয়ে অধ্যয়নরত, আর দুই ছেলে—আবদুল্লাহ আল মামুন ও আবদুল্লাহ ফাহিম যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়ছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইসার হামিদ বলেন, ‘সক্রিয় সাংবাদিকতা করছি ৩০ বছর ধরে। সমাজ থেকে অনেক সম্মান পেয়েছি। কিন্তু এসএসসি পাস না করায় একটা অপূর্ণতা সবসময় কাঁটার মতো বিঁধে থাকত। কেউ কেউ খোঁচাও দিত—এসএসসি পাস না করে সাংবাদিকতা করেন কীভাবে! তখন চুপ করে থাকতাম। একসময় সিদ্ধান্ত নিই—এই কষ্ট দূর করতেই হবে।’
রোকেয়া আক্তার জানান, ‘অল্প বয়সে বিয়ে হওয়ায় লেখাপড়া করা হয়নি। সন্তান, সংসার সামলে মনে হতো, জীবনে একটা কিছু বাদ পড়ে গেছে। তাই কাইসারের সঙ্গে মিলে সাহস করে আবার বই নিয়ে বসি, ভর্তি হই এবং পরীক্ষা দিই।’
বিলম্বে হলেও মা–বাবার এই সাফল্যে খুশি সন্তানরাও। দ্বিতীয় মেয়ে জেসমিন বলেন, ‘মা–বাবার এই অর্জন আমাদের ভাইবোনদের কাছে খুব আনন্দের। ওনারা আমাদের জন্য যে ত্যাগ করেছেন, আজ আমরা ওনাদের জন্য গর্ব করতে পারছি।’
তাদের এই সাফল্যে স্থানীয় অনেকেই অভিনন্দন জানিয়েছেন। সমাজে শিক্ষার গুরুত্ব ও ইচ্ছাশক্তির শক্ত উদাহরণ হিসেবে প্রশংসা পাচ্ছেন কাইসার-রোকেয়া দম্পতি। বয়স কোনো বাধা নয়, যদি মন থেকে ইচ্ছা থাকে—তাদের এই পথচলা সে কথাই যেন আরও একবার প্রমাণ করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।