সাংবাদিক তুরাব হ..ত্যা, ৫ দিনের রিমান্ডে সাবেক এডিসি দস্তগীর

police

সুয়েব রানা, সিলেট : ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাদেক দস্তগীর কাউছারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

police

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় সাদেক দস্তগীর কাউছারকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আব্দুর রব জানান, সাদেক দস্তগীর কাউছারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১০ বছর ধরে স্ত্রীকে অন্য পুরুষদের দিয়ে ধ..র্ষ..ণ, অপরাধীকে ২০ বছরের কারাদণ্ড

এর আগে গতকাল বুধবার বিকেলে শেরপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর মধ্যে কনস্টেবল উজ্জ্বল সিংহা বর্তমানে কারাগারে রয়েছেন।