সাংবাদিক তুরাবকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সুবিচার পাইয়ে দিব : আইজিপি

IGP

সুয়েব রানা, সিলেট : ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে সিলেটের সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন- এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে পুলিশ।

IGP

বর্তমান এসএমপি কমিশনারের প্রতি আমার কড়া নির্দেশনা দেওয়া আছে। তুরাবকে হয়তো আমরা কোন দিনই ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে, পুলিশ সর্বোচ্চটুকু করবে। আপনারা তা নিশ্চই দেখতে পাবেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সদর দপ্তরে বিভাগের সকল ইউনিট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম এ কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন- এখন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। তাদের উপর দিয়ে অনেক বড় খারাপ সময় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনো পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনগনের রোষে পড়েছেন।

সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনাই এখন আমাদের মূল কাজ। বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে জন্য বড় ধরনের বিভিন্ন অপরাধ করেছে, এ জন্য আমরা সত্যি লজ্জিত। বর্তমানে আমাদের চলমান কাজ পুলিশকে রাজনৈতিক কুপ্রভাবমুক্ত করতে হবে। তাই পুলিশকে রিফর্ম করার কাজ চলমান রয়েছে।

সবজি চাষেই সচ্ছল চর এলাকার চাষিরা

মতবিনিময় সভায় র‌্যাব’র অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ পুলিশের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।