জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই বউ বাজার এলাকায় গ্রাম্য ডাক্তার শাহীনুর আলম ও সমাজ সেবক তোজাম মণ্ডলের আয়োজনে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো পাতা খেলা। তন্ত্রযন্ত্রের মাধ্যমে খেলতে হয় ঐতিহ্যবাহী যে খেলা,পাতা খেলা হাত খেলা নামেও পরিচিত।
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পাতা খেলা। এ খেলাটি অনেক জায়গায় হাত খেলা নামেও পরিচিত। তন্ত্র-মন্ত্র দিয়ে চলে এই খেলা। আষাঢ়-শ্রাবণ মাস এলে গ্রামীণ অঞ্চলে এ খেলা দেখা যায়। এ সময়টাতে মানুষের কাছে হাতে খুব বেশি কাজ না থাকায় এ খেলার প্রচলন দেখা যায়।
তন্ত্রযন্ত্র আর যাদুর টানে মাঠের মাঝ থেকে নিজের কাছে আনতে হবে পাতা রূপের সেই মানুষটিকে। যে যতবার নিজের কাছে সেই পাতাকে আনতে পারবে সে তত পয়েন্ট পেয়ে বিজয়ী হবে। যাদুর তালে তালে নাচতে থাকে পাতা। মাঠের চারকোনে অবস্থান করে গুনিকেরা। সাপ, মরা মানুষের হার, হাড্ডি, গাছ-গাছলাসহ নানা কিছু নিয়ে তাদের কেরামতি দেখতে শুরু করে। চারদিক থেকে গুনিকেরা পাতার দিকে ছুড়তে থাকেন যন্ত্র। নিজের যন্ত্র শক্তি দিয়ে অন্যদের ছোড়া যন্ত্র ভেদ করে নিজের কাছে পাতাকে এনে পরাস্ত করতে পারলেই পয়েন্ট।
এভাবে যে যতবার পাতাকে নিজের বৃত্তের আবদ্ধ করতে পারবে সে তত পয়েন্ট পাবে। ঢোলের তাল আর যন্ত্রের ঝোঁকে গুনিকেরা অঙ্গ-ভঙ্গি এবং কেরামতি দিয়ে মাতিয়ে তোলে সব বয়সী দর্শকদের। খেলায় ১০ দল গুনিকের সঙ্গে যোগ দেয় ৮জন পাতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।