জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরে যুবদল-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় উপস্থিতি কম নিয়ে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয়ে ফিরলেন কেন্দ্রীয় নেতারা। বৈরী আবহাওয়া ও আরো বড় পরিসরে কর্মী সভা করার পরামর্শ দিয়ে সভার কার্যক্রম স্থগিত করে মঞ্চ ছাড়েন বিএনপি’র সহযোগী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের টাউন হলে আয়োজিত যৌথ কর্মীসভায় এ ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী মাইক হাতে জেলা নেতাদের বড় পরিসরে পরবর্তীতে কর্মী সভার আয়োজনের নির্দেশ দেন। তবে এসময় সভাস্থলে জেলা বিএনপি’র কোনো নেতৃবৃন্দকে দেখা যায়নি।
সভামঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম। এসব নেতারাও বক্তব্য না দিয়ে মঞ্চ ছাড়েন।
এ অনুষ্ঠানে আরো ছিলেন জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আমি হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা জানান, লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত জেলা হিসেবে খ্যাত। দলের জনপ্রিয় অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন মাত্র ৫০০ নেতাকর্মী নিয়ে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উপস্থিতি কম দেখে ক্ষুব্ধ হয়ে সভা স্থগিত করে চলে গেছেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলন : গয়েশ্বর
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে আমাদের সভা আয়োজনের কথা ছিল। বৈরি আবহাওয়ায় তা সম্ভব হয়নি। আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিল এদিন। পরবর্তীতে বড় পরিসরে কর্মীসভার আয়োজন করা হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।