জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম শহরের জিইসির কাচ্চি ডাইনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার কারণে নিরাপদ খাদ্য আইনে এবং মোড়কজাতকরণ আইনে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও র্যাব-৭ এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান। সাথে ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, মো. জিল্লুর রহমান, নুর এ আলম মো. ফিরোজ এবং সজীব চৌধুরী।
বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জিইসির এশিয়ান কাবাবকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আতুরার ডিপোর আল মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় দধি পণ্যের অনূকূলে সিএম মান সনদ না থাকায় ৩০ হাজার টাকা, মোড়কজাতকরণ আইনে ২০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আতুরার ডিপোর বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা, মোড়কজাতকরণ আইনে ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
খাবার মেলা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে দধি পণ্যের অনুকূলে মান সনদ না থাকায় ৩০ হাজার টাকা, মোড়কজাতকরণ আইনে ২০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয় ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআইর এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।