নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে উপজেলায় প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় (বালক) জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফাইনালে (বালিকা) ব্রাহ্মণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঞ্জুমানআরা, মানছুরা আক্তার, ইসরাত জাহান, উম্মে হাবীবা, ইউআরসি পারভীন জাহান, সহকারী ইউআরসি বিউটি ইসলাম প্রমুখ।
পরে বিজয়ী বালক ও বালিকা দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলার ফাঁকে ফাঁকে চলে স্থানীয় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।