নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসসাদিকজামান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (ভিডব্লিউবি) (পূর্বের ভিজিডি) কর্মসূচি দেশের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী। বর্তমান ২০২১-২২ চক্রের উপকারভোগীদের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হয়ে যাবে বিধায় পরবর্তী ২০২৩-২৪ চক্রের জন্য (১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪) উপকারভোগী বাছাইয়ের নির্দেশনা পাওয়া গেছে। ২০-৫০ বছর বয়সী মহিলারা dwavwb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ও VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র আরও জানান, ভিডব্লিউবি সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী বিধায় আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে এবং পরিপত্রের নির্দেশনা মোতাবেক উপকারভোগী বাছাই সম্পন্ন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।