কালীগঞ্জে ভিডব্লিউবি অবহিতকরণ সভা

ভিডব্লিউবি অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভিডব্লিউবি অবহিতকরণ সভা

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসসাদিকজামান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (ভিডব্লিউবি) (পূর্বের ভিজিডি) কর্মসূচি দেশের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী। বর্তমান ২০২১-২২ চক্রের উপকারভোগীদের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হয়ে যাবে বিধায় পরবর্তী ২০২৩-২৪ চক্রের জন্য (১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪) উপকারভোগী বাছাইয়ের নির্দেশনা পাওয়া গেছে। ২০-৫০ বছর বয়সী মহিলারা dwavwb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ও VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১ দিনে শাহরুখ খানের ২ চমক

সূত্র আরও জানান, ভিডব্লিউবি সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী বিধায় আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে এবং পরিপত্রের নির্দেশনা মোতাবেক উপকারভোগী বাছাই সম্পন্ন করতে হবে।