কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশু বক্তা’ মাদানি

মাদানি

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি।

মাদানি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, “রফিকুল গ্রেপ্তার হওয়ার পর ২০২১ সালের ৩০ জুন থেকে এ কারাগারে বন্দি ছিলেন।”

রফিকুল ইসলাম মাদানি ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ চারটি মামলাতেই রফিকুলকে জামিন দিয়েছে হাইকোর্ট।

কারা কর্তৃপক্ষ জানায়, রফিকুলের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, ঢাকার তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেওয়া হয়।

টলিউডের সবচেয়ে শিক্ষিত অভিনেত্রী কে? তার রূপের মতোই শিক্ষাগত যোগ্যতা

কাশিমপুর কারা ফটকে থাকা রফিকুল ইসলাম মাদানির খালাতো ভাই আমিনুল হোসেন বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে এসেছি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি।”