২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা, কদমতলী, চুনকুটিয়া, কলাতিয়া, আটিবাজার ও অন্যান্য এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের আগেই সতর্ক করা হয়েছিল এসব প্রচারসামগ্রী সরানোর জন্য। তারপরও এমপি পদপ্রার্থীদের ছবি সংবলিত বহু ব্যানার ও পোস্টার ঝুলে ছিল।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, আগেই রাজনৈতিক দল ও প্রার্থীদের এসব প্রচারসামগ্রী সরানোর জন্য সতর্ক করা হয়েছিল। তবে এখনো এমপি পদপ্রার্থীদের ছবি সংবলিত বহু ব্যানার ও পোস্টার ঝুলছিল।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন র্যাব-১০, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


