বিনোদন ডেস্ক : ‘কেজিএফ’ সিনেমা দিয়ে ভারতজুড়েই জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা যশ। সিনেমাটি থেকে ব্যাপক সফলতা পাওয়ার পর নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে অভিনয়ের ডাক পান তিনি। যেখানে ‘রাবণ’ হিসেবে পর্দায় আসছেন খল চরিত্রের এই অভিনেতা।
তবে অনুরাগীদের কথা চিন্তা করে খলনায়কের চরিত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন যশ। পরে অনেক জোড়াজুড়ির পর রাবণের চরিত্রে চূড়ান্ত করা হয় তাকে।
কিন্তু গুঞ্জন উঠেছে, এই পৌরাণিক ছবিতে রাবণ সাজতে মোটা টাকা নিচ্ছেন যশ। পারিশ্রমিক এতটাই বাড়িয়েছেন, যা শাহরুখ খান, রণবীর কাপুরের চেয়েও ছাড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘রামায়ণ’ ছবির জন্য যে পারিশ্রমিক যশ নিচ্ছেন, তা ‘জাওয়ান’ চলচ্চিত্রে শাহরুখের পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি। এমনকি, ‘রামায়ণ’ ছবিতেই রণবীর যে পারিশ্রমিক নিচ্ছেন, তার থেকেও অনেক বেশি পারিশ্রমিক চেয়েছেন যশ। এই ছবির জন্য রণবীর ১৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সেখানে রাবণের চরিত্রে নিজের দাম ২০০ কোটি টাকা হেঁকেছেন যশ।
সূত্রের খবর, ১০০ কোটির নিচে সিনেমা করেন না যশ। এই ছবিতে বাড়তি সময় দিতে হবে, সে কারণে ২০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুররাও বলিউডে ১০০ কোটির উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। গত বছর মুক্তি পাওয়া ‘জাওয়ান’ ছবির জন্য ১২০ কোটি টাকা নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ। রণবীর তার মুক্তি পাওয়া ছবি ‘অ্যানিম্যাল’-এর জন্য নিয়েছিলেন প্রায় ১০০ কোটি। সেখানে ‘রামায়ণ’ ছবিতে রাবণের চরিত্রের পারিশ্রমিক চেয়ে বলিউডের তাবড় নায়কদেরও পেছনে ফেলে দিলেন যশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।