সুয়েব রানা, সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ও ৬নং চিকনাগুল ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ও ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে ৫নং ফতেহপুর ইউ/পি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন,উপজেলা বিএনপির সহ সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, উপজেলা বি এন পির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম,৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল হোসেন (মেম্বার) ৬নং চিকনাগুল ইউনিয়ন বি এন পি’র সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন,৬নং চিকনাগুল ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী,ইউ/পি শ্রমিক দল সভাপতি সাইদুর রহমান,জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্র দল সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ,ছাত্রদল নেতা কিবরিয়া আহমেদ জনি,তানভীর,সাহেল,প্রবাসী ফরহাদুজ্জামান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৫নং ফতেহপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাসিম আলী,৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,১নং ওয়ার্ড বিএনপির সাংগঠিন সম্পাদক তোতা মিয়া,৬নং চিকনাগুল ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি আজমল আলী,৬নং ওয়ার্ড আফতাব আলী,৭নং ওয়ার্ড সাইফ উদ্দিন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল করিম,৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল রাজন আহমদ রিমন,স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ।
মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন,সফল জনবান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার কামনায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।