লাইফস্টাইল ডেস্ক : শীতকালের পরিবেশ ঠান্ডা ও শুষ্ক। এ সময় মাথায় খুশকির সংক্রমণের প্রবণতা বেড়ে যায়। খুশকি যেমন বিরক্তিকর, তেমন চুল ও মাথার জন্যও ক্ষতির কারণ। তাই শীতে খুশকির দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।
খুশকি নিয়ন্ত্রণে ঘরোয়া কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক।নারকেল তেল ও লেবুর রস
নারকেল তেল চুল ও মাথার ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে অন্যদিকে লেবুর রস খুশকির বিরুদ্ধে লড়াই করে। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ২০-৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে মাথা ধুয়ে ফেলুন।
মেথি বীজের পেস্ট
মেথি বীজে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটা খুশকি দূর করতে সাহায্য করে। ২ টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট তৈরি করে চুলের ত্বকে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যাপল সাইডার ভিনেগার
অ্যাপল সাইডার ভিনেগার খুশকির ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ২ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে নিন। মাথার ত্বকে স্প্রে করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং মাথার ত্বক ঠান্ডা রাখে। অ্যালোভেরা পাতার তাজা জেল সংগ্রহ করে সরাসরি মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা
বেকিং সোডা মাথার ত্বক থেকে মৃত কোষ দূর করতে এবং খুশকি নিয়ন্ত্রণে কার্যকর। ১ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মাথার ত্বকে হালকাভাবে মালিশ করুন এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দই ও মধুর মিশ্রণ
দই চুলে পুষ্টি জোগায় এবং মধু অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ২ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চা পাতার পানি
চায়ের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খুশকি দূর করতে সাহায্য করে। ১ কাপ পানি চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
নিমপাতার পেস্ট
নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকির জন্য খুবই কার্যকর। কিছু নিমপাতা পিষে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
শীতে বেশি গরম পানি দিয়ে চুল না ধুয়ে কুসুম গরম পানি ব্যবহার করুন। শুষ্ক চুল ও ত্বক এড়াতে নিয়মিত তেল ব্যবহার করুন। স্বাস্থ্যকর খাবার খান এবং প্রচুর পানি পান করুন। এই ঘরোয়া পদ্ধতিগুলে নিয়মিত ব্যবহার করলে শীতের খুশকিসহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় এগুলো সাশ্রয়ী এবং নিরাপদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।