জুমবাংলা ডেস্ক : নেত্রকোণায় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা, তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সারা দেশের মতো রবিবার সকাল ৮টা থেকে এখানেও ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা, তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে ভোটের দিন সকালে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দার পনার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। বৃদ্ধ মাকে ভোট দেয়াতে কোলে করে নিয়ে এসেছেন ছেলে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার নাম মৃণালিনী তালুকদার। তিনি কলমাকান্দা উপজেলার হোগলা ইউনিয়নের বড় সালেঙ্গা গ্রামের যতীন্দ্র মোহন তালুকদারের স্ত্রী। এবং তাকে নিয়ে আসা ছেলের নাম জীবন কৃষ্ণ তালুকদার।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার জোরদার করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ সদস্যসহ ১২ জন করে আনসার সদস্য রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।