আন্তর্জাতিক ডেস্ক : কমলাকে ইহুদিবিদ্বেষী বলে কটাক্ষ করলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না। তিনি ইসরাইলকে পছন্দ করেন না। এটি এমনই হয় এবং সবসময় এমনই হবে। তার পরিবর্তন হবে না। ট্রাম্প আরও বলেছেন, কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন। এএফপি।
জো বাইডেন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে সামনে চলে আসেন কমলা।
বাইডেন নিজেও সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় তার দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে কমলার প্রতি তার সমর্থন জানিয়েছেন। গত কয়েক দিনে জনমত জরিপগুলোয় ট্রাম্পকে টক্কর দিচ্ছেন কমলা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এগিয়েও গেছেন তিনি। দক্ষিণ ফ্লোরিডায় শুক্রবারের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বেশির ভাগ সময়জুড়ে কমলার ব্যাপক সমালোচনা করেছেন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সিনেটর থাকার সময়ে এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা কী কী করেছেন, তা নিয়ে নানা অভিযোগ তুলেছেন। তবে বলা হচ্ছে, ট্রাম্পের বেশির ভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই।
ট্রাম্পের কমলাকে ইহুদিবিদ্বেষী বলা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত বুধবার নর্থ ক্যারোলিনায় দেওয়া এক বক্তব্যেও ট্রাম্প বলেছিলেন, ‘কমলা হ্যারিস পুরোপুরি ইহুদি জনগণের বিপক্ষে।’ শুধু কমলাকে ইহুদিবিদ্বেষী বলেননি ট্রাম্প। একাধিক বিষয়ে আক্রমণ করেছেন তাকে।
ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, কমলা চিকিৎসকদের বাধ্য করতে চাইছেন যেন তারা শিশুদের জন্মনিরোধ ওষুধ দেন। ট্রাম্প বলেন, ‘যদি কমলা হ্যারিস নিজের পথে থাকেন, তবে তিনি গর্ভপাত বিষয়ে একটি কেন্দ্রীয় আইন জারি করবেন। যে আইনে মায়ের গর্ভ থেকে আট মাস, নয় মাসের শিশুদের বের করে নেওয়া হবে এবং এমনকি জন্মের পরও… নবজাতকদের হত্যা করা হবে।’
এর আগে ট্রাম্প কমলাকে উগ্র ডানপন্থি উন্মাদ বলেও আক্রমণাত্মক মন্তব্য করেন। তবে বর্তমান পরিবহণমন্ত্রী এবং কমলার নির্বাচনি শিবিরের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পেট বুটেজেজ এমএসএনবিসিকে বলেন, ট্রাম্পের এসব কথাবার্তায় বোঝা যায় তিনি ভয় পেয়েছেন। তিনি জানেন, এক মঞ্চে কমলার সঙ্গে থাকাটা তার জন্য সুখকর হবে না। উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের ব্যবধান দিন দিন কমে আসছে কমলার।
বৃহস্পতিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস জাতীয় জরিপে দেখা যায়, ট্রাম্প প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই জরিপে ৪৮ শতাংশ মার্কিন ভোটার ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ কমলাকে সমর্থন জানান। অথচ জুলাইয়ের শেষ দিকে একই প্রতিষ্ঠানের করা জরিপে ট্রাম্পের প্রতি ৪৯ শতাংশ ও বাইডেনের প্রতি ৪১ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছিলেন।
ভুলেও এই মিথ্যা কথাটি সঙ্গীকে বলবেন না, ভেঙে যেতে পারে সম্পর্ক
কমলা হ্যারিস ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে একটি বিতর্কের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। বাইডেন এবং ট্রাম্প দুটি সাধারণ নির্বাচনি বিতর্কে সম্মত হয়েছিলেন, যার মধ্যে প্রথমটি ২৭ জুন অনুষ্ঠিত হয়েছিল। এতে বাইডেনের পারফরম্যান্স এতটাই বিপর্যয়কর ছিল যে, চার সপ্তাহের মাথায় তাকে নির্বাচন থেকে সরে যেতে হয়। তাদের মধ্যে দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বর এবিসি নিউজের আয়োজনে। এখন ট্রাম্প আর সেই বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।