লাইফস্টাইল ডেস্ক : আজকাল চাকরির পরীক্ষার জন্যে সবাই দিন মাস পড়াশোনায় মত্ত থাকেন। কিন্তু কাজের কাজটাই করতে হয়তো ভুলে যান। বর্তমানে চাকরি প্রার্থীদের সংখ্যা লাগামছাড়া। তাই সরকারি পরীক্ষাগুলিতেও একেবারে নিখুঁত মানের প্রশ্ন করা হয়।
যাতে যোগ্য প্রার্থী খুঁজতে সক্ষম হওয়া যায়। তবে এখন আবার একটা পরীক্ষা দিয়েই হয় না, একেবারে লাইন দিয়ে প্রিলি, মেইন ইত্যাদি একাধিক স্টেপও উত্তীর্ণ হতে হয়, তাই সাধারণ জ্ঞানের উপর বিপুল নলেজ না থাকলে একেবারেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়।
তবে লেখা পরীক্ষার থেকেও বেশি জটিল হয়ে যায় ইন্টারভিউ-এর সময়। সোজা প্রশ্নই এমনভাবে ঘুরিয়ে বলা হয়, যাতে প্রচন্ড বুদ্ধিমান প্রার্থীও ঘাবড়ে যান। আজ জানাবো এমনি কয়েকটি প্রশ্ন, যা আগে ভাগেই জেনে রাখলে পরীক্ষার হলে গিয়ে আর আফসোস করতে হবে না। যেগুলি Ssc, bank, rail, wb-এর যেকোনো পরীক্ষায় আসতে পারে। প্রশ্নগুলো হল,
১. ভারতের কোন শহর ব্লু সিটি নামে পরিচিত?
উত্তর:- রাজস্থানের যোধপুর
২. সবচেয়ে বেশি সংখ্যক হীরে কোন দেশে রয়েছে?
উত্তর:- বতসোয়ানায়।
৩. কোন প্রাণীর জিভ কালো?
উত্তর:- জিরাফ
৪. সিন্ধু সভ্যতার বন্দর কোথায়?
উত্তর:- লোথাল
৫. ভারতের সংবিধান কবে প্রথম সংশোধন করা হয়?
উত্তর:- ১৯৫০ সালে
৬. কোন প্রাণী কালো দুধ দেয়?
উত্তর:-কালো গন্ডারের দুধের রং হয় কালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।